মৃত গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

purabi burmese market

রাঙামাটি জেলার কাপ্তাই নতুনবাজার এলাকায় আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে মৃত গরুর মাংস বিক্রির ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

আজ রবিবার(১৭ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আশ্রাফ আহমেদ রাসেল তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই অর্থ জরিমানা করেন।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: একরামুল হক জানান, বাজারে মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ীরা ওই মাংস বিক্রেতাকে আটক করে পুলিশে দেয় । পরে ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানা করে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।