মৃত গরুর মাংস বিক্রি করায় ব্যবসায়ীকে ১০ হাজার টাকা জরিমানা

রাঙামাটি জেলার কাপ্তাই নতুনবাজার এলাকায় আব্দুল মান্নান নামে এক ব্যবসায়ীকে মৃত গরুর মাংস বিক্রির ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।

NewsDetails_03

আজ রবিবার(১৭ মে) কাপ্তাই উপজেলা নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও)আশ্রাফ আহমেদ রাসেল তাঁর দপ্তরে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে এই অর্থ জরিমানা করেন।

কাপ্তাই নতুন বাজার বণিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক মো: একরামুল হক জানান, বাজারে মৃত গরুর মাংস বিক্রি করা হচ্ছে এমন সংবাদের ভিত্তিতে ব্যবসায়ীরা ওই মাংস বিক্রেতাকে আটক করে পুলিশে দেয় । পরে ইউএনও ভ্রাম্যমান আদালত বসিয়ে তাকে জরিমানা করে।

আরও পড়ুন