প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলতে যাচ্ছে বাংলাদেশের মেয়েরা। দলের মুল স্কোয়াডে রাখা হয়েছে রাঙামাটির মেয়ে লেকি চাকমাকে। সাবেক ক্রিকেটার চম্পা চাকমার পর জাতীয় দলে পা রাখা লেকি চাকমা পাহাড়ের দ্বিতীয় প্রমিলা ক্রিকেটার।
আগামী ১৩ জানুয়ারি থেকে সাউথ আফ্রিকার পচেফস্ট্রুম ও বেনোনির চারটি ভেন্যুতে শুরু হবে টুর্নামেন্ট। ১ জানুয়ারি বছরের প্রথম দিনে জোহানেসবার্গের উদ্দেশে দেশ ছাড়বে অনূর্ধ্ব-১৯ দল। বিশ্বকাপে গ্রুপ ‘এ’-তে বাংলাদেশের সঙ্গী অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা ও যুক্তরাষ্ট্র। ১৪ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে বাংলাদেশের মেয়েরা।

অত্যন্ত পরিশ্রমি লেকি চাকমার ক্রিকেটে পা রাখা ২০১৬ সাল থেকে। রাঙামাটির দায়িত্বে থাকা বিসিবির কোচ মহিতোষ দেওয়ানের হাতেই তার হাতেখড়ি, খেলছে ঢাকার প্রমিলা লীগে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বাংলাদেশ দল : দিশা বিশ্বাস (অধিনায়ক), স্বর্ণা আক্তার (সহ-অধিনায়ক), রাবেয়া খান, মারুফা আক্তার, দিলারা আক্তার, মিষ্টি রানী, রিয়া আক্তার, সুমাইয়া আক্তার, আফিয়া হুমাইরা, উন্নতি আক্তার, দীপা খাতুন, লেকি চাকমা, আশরাফি ইয়াসমিন, জান্নাতুল মাওয়া, মোছাম্মৎ ইভা।