বান্দরবানের লামা উপজেলা পরিষদ চেয়ারম্যানের গাড়ি চালক জিয়াউর রহমান আদিব মোটর সাইকেল দূর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন। শনিবার দুপুরে লামা-গজালিয়া সড়কের ব্রিক ফিল্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জিয়াউর রহমান আদিব লামা পৌরসভা এলাকার বড়নুনারবিল পাড়ার বাসিন্দা মৃত ছাবের উদ্দিন রাইটার ও পৌরসভার মহিলা কাউন্সিলর জাহানারা বেগমের ছেলে।
প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, ব্যক্তিগত কাজে শনিবার দুপুর ১২টার দিকে জিয়াউর রহমান আদিব মোটর সাইকেল যোগে গজালিয়া যাচ্ছিলেন। এসময় তিনি সড়কের ব্রিক ফিল্ড এলাকায় পৌছলে মোটর সাইকেলের নিযন্ত্রণ হারিয়ে ছিটকে পড়েন। এতে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে দ্রুত উদ্ধার করে চকরিয়া উপজেলার ইউনিক হাসপাতালে ভর্তি করেন।
লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আনোয়ার হোসেন মোটর সাইকেল দুর্ঘটনায় জিয়াউর রহমান আদিব এর গুরুতর আহত হওয়ার সত্যতা নিশ্চিত করেন।