প্রায় আড়াই বছর পর রবিবার (১৯ মে) আবারও মোবাইল ব্যাংকিংয়ে লেনদেন সীমা বৃদ্ধি করা হয়েছে।
পেমেন্ট ইকো সিস্টেমের পরিবর্তিত প্রেক্ষাপট বিবেচনায় এমএফএস’র (মোবাইল ফিনান্সিয়্যাল সার্ভিসেস) সুশৃঙ্খল ও যথাযথ ব্যবহার নিশ্চিতে সেবা দানকারী প্রতিষ্ঠানগুলোকে বাংলাদেশ ব্যাংক নতুন এ নির্দেশনা দিয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পেমেন্ট সিস্টেম ডিপার্টমেন্ট থেকে এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে মোবাইল ব্যাংকিং সেবাদানকারী প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তার কাছে পাঠিয়েছে।
পাঁচ হাজার টাকা বা তার বেশি ক্যাশ-ইন, ক্যাশ-আউট করার সময় গ্রাহককে জাতীয় পরিচয়পত্রের ছবিসহ ফটোকপি জমা দিতে হবে। একজন গ্রাহক মোবাইল ব্যাংকিং হিসাবে জমা রাখতে পারবেন সর্বোচ্চ তিন লাখ টাকা।
এর আগে ২০১৭ সালের ১১ জানুয়ারি একটি নির্দেশনা দিয়ে মোবাইল ব্যাংকিংয়ের লেনদেন সীমা কমিয়ে দিয়েছিল বাংলাদেশ ব্যাংক। ওই নির্দেশনার আলোকে একজন গ্রাহক দিনে ২ বারে সর্বোচ্চ ১৫ হাজার, মাসে ২০ বারে ১ লাখ টাকা ক্যাশ-ইন এবং দিনে ২ বারে ১০ হাজার, মাসে ১০ বারে সর্বোচ্চ ৫০ হাজার টাকা ক্যাশ-আউট করা যেতো।