মৎস্য সপ্তাহ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে সংবাদ সম্মেলন

NewsDetails_01

মৎস্য সপ্তাহ উপলক্ষে নাইক্ষ্যংছড়িতে সংবাদ সম্মেলন
‘জাতীয় মৎস্য সপ্তাহ-১৮’ উদযাপন ও বাস্তবায়নের অংশ হিসেবে আজ বুধবার বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলায় সংবাদ সম্মেলন হয়েছে। আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়ে ওই সংবাদ সম্মেলন হয়।
এতে লিখিত বক্তব্য দেন উপজেলা মৎস্য কর্মকর্তা মো.জাহাঙ্গীর আলম। প্রথম আলোসহ দেশের বিভিন্ন গণমাধ্যমে মৎস্য খাতে যে সাফল্যের চিত্র তুলে ধরা হয়েছে এর ভূয়সী প্রশংসা করে তিনি বলেন, মৎস্য অধিদপ্তর ও এই খাতের প্রতি দেশের মানুষের আস্থা ও আগ্রহ বেড়েছে। এসময় নাইক্ষ্যংছড়ি প্রেসক্লাব সভাপতি শামীম ইকবাল চৌধুরী, সহ-সভাপতি আবদুল হামিদ এবং তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হাফিজুল ইসলাম চৌধুরী বক্তব্য দেন।
সংবাদ সম্মেলনে মৎস্য সপ্তাহ উপলক্ষে বিভিন্ন কর্মসূচি তুলে ধরা হয়। এর মধ্যে রয়েছে শোভাযাত্রা, আলোচনা সভা, পোনা অবমুক্তকরণ, মাছে ফরমালিনবিরোধী অভিযান, স্কুল-কলেজে প্রামাণ্যচিত্র প্রদর্শনী, মাছচাষিদের মাঝে পুরস্কার বিতরণ ও চাষি সমাবেশ।

আরও পড়ুন