তারুণ্যের উৎসবে যুব কাবাডির জাতীয় পর্বে বালিকা বিভাগে চ্যাম্পিয়ন হয়েছে রাঙামাটি। ফাইনালে জয়পুরহাটকে ২৩-১৯ পয়েন্টে হারিয়ে শিরোপা জিতে নেয় পার্বত্য অঞ্চলের মেয়েরা।
গত মঙ্গলবার রাজধানীর পল্টন ময়দানে টুর্নামেন্টের চারটি সেমিফাইনাল ও দুটি ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়। সেমিফাইনালে জয়পুরহাট ৩৯-৩৬ পয়েন্টে নড়াইলকে পরাজিত করে এবং রাঙামাটি ২৭-২৬ পয়েন্টে বরিশালকে হারিয়ে ফাইনালে উঠে।
ফাইনাল ম্যাচটি ছিল উত্তেজনাপূর্ণ। প্রথমার্ধে রাঙামাটি ১৩-১০ পয়েন্টে এগিয়ে ছিল। বিরতির পরও দুই দলের মধ্যকার প্রতিদ্বন্দ্বিতা ছিল চরমে। তবে শেষ পর্যন্ত ২৩-১৯ পয়েন্টে জয় নিশ্চিত করে রাঙামাটির মেয়েরা।

টুর্নামেন্টের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন রাঙামাটির রিতা চাকমা। ফাইনালের সেরা খেলোয়াড় হন রুমা চাকমা। এছাড়া সেরা রেইডার হয়েছেন জয়পুরহাটের নাসরিন আক্তার এবং সেরা কেচার হয়েছেন রাঙামাটির অভি চাকমা।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব রেজাউল মাকছুদ জাহেদী। বিশেষ অতিথি ছিলেন জাতীয় ক্রীড়া পরিষদের সচিব আমিনুল ইসলাম। এছাড়া উপস্থিত ছিলেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সহ-সভাপতি ও কারা মহাপরিদর্শক ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ মোঃ মোতাহের হোসেন।
উল্লেখ্য, ২০১৭ সালে যুব কাবাডিতে রানার-আপ হয়েছিল রাঙামাটি। এরপর দীর্ঘ বিরতির পর এবার শিরোপা ঘরে তুলল দলটি। এই সাফল্য পার্বত্য অঞ্চলের ক্রীড়াপ্রেমী মেয়েদের জন্য এক অনুপ্রেরণা হয়ে থাকবে।