গত কয়েকদিনের টানা বৃষ্টিতে রাঙামাটি-চট্টগ্রাম সড়কের বড় অংশ ধস হওয়ায় যেকোন সময় বন্ধ হয়ে যেতে পারে যান চলাচল। টানা বৃষ্টিতে রাঙামাটির ঘাগড়ার কলাবাগান এলাকায় রাঙামাটি-চট্টগ্রাম মহাসড়ক পাশে একটি বড় অংশ ধসে পড়ছে। ঝুঁকি নিয়ে যানবাহন চলাচল করছে।
এটি রক্ষা করা না গেলে রাঙামাটির সাথে চট্টগ্রামের যোগাযোগ সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। এটি রক্ষার জন্য কাজ করছে সড়ক বিভাগের কর্মীরা। এটি ভাঙনের ফলে পার্শবর্তী দুটি বাড়ি বিলীন হওয়ার পথে।
সরেজমিনে দেখা যায় বৃষ্টি উপেক্ষা করে জীবনের ঝুকি নিয়ে হলেও সড়কটি রক্ষার চেষ্টা করছেন সড়ক বিভাগের কর্মীরা। ধসে পড়ার অংশে ত্রিপল দিয়ে ঢেকে বৃষ্টি মোকাবেলা করা হচ্ছে। জরুরী ভিত্তিতে ব্যবস্থা না নিলে চট্টগ্রামের সাথে যান চলাচল বন্ধ হয়ে যাবে।
এদিকে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ ঘাগড়া কলাবাগান এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা পরিদর্শন করেন এবং রাস্তা মেরামতের বিষয়ে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।