যৌথ বাহিনীর অভিযানে কাপ্তাইয়ে ৩১ মামলার পলাতক আসামী গ্রেপ্তার

NewsDetails_01

যৌথ বাহিনীর অভিযানে রাঙামাটির কাপ্তাই উপজেলার চিৎমরম ইউনিয়ন এর আড়াছড়ি মুখ পাড়ায় এলাকায় একজনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃত জীবন্ত তনচংগ্যা(৩৫)। ঐ এলাকার জয় কুমার তনচংগ্যার ছেলে।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) ইকবাল বাহার চৌধুরী ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গত সোমবার রাত ৯ টায় যৌথ বাহিনীর অভিযানে তাঁকে চিৎমরম ইউনিয়ন এর আড়াছড়ি এলাকা হতে গ্রেপ্তার করা হয়।

NewsDetails_03

তাঁর বিরুদ্ধে চন্দ্রঘোনা থানায় ১৫ টি সাজা এবং ১৬ টি বন মামলার ওয়ারেন্ট সহ সর্বমোট ৩১টি মামলা আছে বলে ওসি জানান ।

তিনি আরোও জানান, গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে বন বিভাগের রিজার্ভ ফরেস্ট হতে কাঠ পাচারের অভিযোগ রয়েছে। গ্রেপ্তারকৃত আসামীকে আজ মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানান।

আরও পড়ুন