
কাবিদাং’র নির্বাহী পরিচালক লালসা চাকমা’র সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় খাগড়াছড়ির অতিরিক্ত পুলিশ সুপার মো: রইছ উদ্দিন প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন। খাগড়াছড়ি সদর উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান রনিক ত্রিপুরা এবং ইউএনডিপি’র প্রতিনিধি প্রিয়তর চাকমা বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
কর্মশালায় শিশু ও নারীর প্রতি সমাজের বিদ্যমান প্রথা ও সংস্কার ভেঙে নারীর প্রতি সকল প্রকার সহিংসতা রুখে দেবার অঙ্গীকার ব্যক্ত করা হয়। কর্মশালায় জন প্রতিনিধি, সাংবাদিক, সমাজকর্মী, নারী ও মানবাধিকার কর্মীসহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।