রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলায় বন্য হাতির আক্রমণে উনু মারমা (৪৫) নামে এক নারীর মৃত্যু হয়েছে। নিহতের বাড়ি রাইখালী ডংনালা মারমা পাড়ায়।
রবিবার(১৭ মে) সকাল ৭ টায় উপজেলার ডংনালা এলাকায় এই ঘটনা ঘটে।
স্থানীয় ইউপি সদস্য মংনুচিং মারমা জানান, পাহাড়ে কাঠ কাটতে গেলে বন্য হাতি ওই নারীকে আক্রমণ করে । পরে গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতাল নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে ।
চন্দ্রঘোনা থানার ওসি আশরাফ উদ্দিন জানান, ওই নারীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছে স্থানীয়রা ।