রাইখালীর অপহৃত ইউপি সদস্য মংচিং মার্মার খোঁজ নেই ৯ দিনেও

NewsDetails_01

রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলাধীন রাইখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের ইউপি সদস্য মংচিং মার্মার কোন খোঁজ পাওয়া যায়নি অপহরণের ৯ দিনেও। এই ঘটনায় অপহৃত মংচিং মার্মার পরিবার থেকে শুক্রবার (২১ ফেব্রুয়ারী) চন্দ্রঘোনা থানায় একটি জিডি করেছে।

এব্যাপারে যোগাযোগ করা হলে,রাইখালী ইউনিয়নের ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান এনামুল হক বলেন,বিভিন্ন মাধ্যমে অপহৃত ইউপি সদস্যের খোঁজ নেওয়া হচ্ছে। তবে এখনো তার কোন হদিস পাওয়া যায়নি। তিনি জানান,আগামী ২৭ ফেব্রুয়ারি বৃহস্পতিবার রাইখালী ইউনিয়ন পরিষদের উদ্যোগে সর্বস্তরের জনগনের উপস্থিতিতে ইউনিয়ন পরিষদ চত্বরে মানববন্ধন করা হবে।

NewsDetails_03

এদিকে তার কোন খোঁজ না পাওয়ায় অপহৃত মংচিং এর পরিবার-পরিজন নানা দুঃশ্চিন্তায় দিন যাপন করছে।

চন্দ্রঘোনা থানার অফিসার ইনচার্জ আশরাফ উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে নিখোঁজ মংচিংয়ের পরিবার থেকে জিডি করার বিষয়টি নিশ্চিত করে তিনি আরো জানান,পুলিশের পক্ষ থেকে নিখোঁজ মংচিংয়ের সন্ধানে সব রকম প্রচেষ্টা চালানো হচ্ছে।

উল্লেখ্য,রাইখালী ইউনিয়নের কারিগড় পাড়ার নিজ ঘর থেকে গত মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারী) রাত প্রায় ১১ টায় ইউপি সদস্য মংচিং মারমাকে মুখোশধারী সশস্ত্র সন্ত্রাসীরা অস্ত্রের মুখে অপহরন করে নিয়ে যায়।

আরও পড়ুন