রাঙামাটির কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর দূর্গম ভালুকিয়া নিন্ম মাধ্যমিক বিদ্যালয়, ডংনালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়, রিফিউজি পাড়া সরকারি প্রাথমিক এবং নারানগিরি সরকারি উচ্চ বিদ্যালয় ভোট কেন্দ্র পরিদর্শন করেন কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো: মহিউদ্দিন।
আজ রবিবার (১৯ নভেম্বর) বেলা সাড়ে ১১ টা হতে দুপুর ২টা পর্যন্ত তিনি এই সব কেন্দ্র পরিদর্শন করেন। যা আগামী ৭ জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট কেন্দ্র হিসাবে ব্যবহৃত হবে।
এসময় উপজেলা নির্বাচন কর্মকর্তা তানিয়া আক্তার, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান সহ স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক এবং কারবারিরা উপস্থিত ছিলেন।