রাইখালী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন এনামুল হক
রাঙামাটি জেলার কাপ্তাই উপজেলার ২ নং রাইখালী ইউনিয়ন এর চেয়ারম্যান সায়ামং মারমা শারিরীক অসুস্থতার কারণে ইউনিয়ন পরিষদের দৈনন্দিন কাজ পরিচালনার স্বার্থে ২নং ওয়ার্ডের ইউপি সদস্য ও ১নং প্যানেল চেয়ারম্যান মোঃ এনামুল হক ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব প্রদান করা হয়েছে।
আজ সোমবার (১৪ জুন) তিনি দায়িত্বভার গ্রহণ করেন। এসময় ইউপি সদস্যা মাসানু মারমা, রাইখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সহসভাপতি মোঃ আনোয়ার, যুবলীগের সদস্য মোঃ আজিম, স্বেচ্ছাসেবকলীগের সভাপতি মোঃ আরিফ স্বেচ্ছাসেবকলীগ সাধারণ সম্পাদক বাপ্পি বড়ুয়া, ছাত্রলীগের সাধারণ সম্পাদক রহমত উল্লাহ, সদস্য মোঃ সরোয়ার হোসেনসহ অনেকেই ভারপ্রাপ্ত চেয়ারম্যান এনামূল হক কে ফুলেল শুভেচ্ছা জানান।