রাইখালী বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযানে জরিমানা

পবিত্র রমজান মাসে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজারমূল্য নিয়ন্ত্রণে রাঙামাটির কাপ্তাই রাইখালী বাজারে বাজার মনিটরিং ও ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।

NewsDetails_03

আজ বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল ১০ টা হতে বেলা ১২ টা পর্যন্ত কাপ্তাই উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট স্বরূপ মুহুরী এই অভিযান পরিচালনা করেন।

এসময় দোকানে মূল্য তালিকা যথাযথভাবে প্রদর্শন না করা এবং ধার্যকৃত মূল্যের অধিক মূল্যে পন্য বিক্রি করায় ভোক্তা অধিকার আইন, ২০০৯ এবং কৃষি বিপনন আইন, ২০১৮ এর ধারায় ৪টি মামলায় ৪ টি দোকান হতে ৬ হাজার ৫ শত টাকা জরিমানা আদায় করা হয়।

আরও পড়ুন