রাঙামাটিতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে পুলিশ সুপার
খাদ্য সহায়তা নিয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বাজারের মহসীন কলোনীতে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থদের পাশে দাঁড়িয়েছেন পুলিশ সুপার মীর আবু তৌহিদ। আজ রবিবার দুপুরে জেলা পুলিশের পক্ষে তিনি ক্ষতিগ্রস্থদের মাঝে এ খাদ্য সহায়তা প্রদান করেন।

পুলিশ সুপার মীর আবু তৌহিদ এসময় ক্ষতিগ্রস্থ পরিবারের পাশে সহযোগিতার হাত বাড়িয়ে দেওয়ার জন্য জনপ্রতিনিধি সহ এলাকার বৃত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান। এসময় রাঙামাটি জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা, জনপ্রতিনিধি উপস্থিত ছিলেন।
গত ১৯ নভেম্বর দুপুর সাড়ে ১২টার দিকে শহরের রিজার্ভ বাজার মহসিন কলোনী এলাকায় অগ্নিকান্ডে ১৭টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়। চুলার আগুন থেকে এ অগ্নিকান্ডের সুত্রপাত হয়।