রাঙামাটিতে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

purabi burmese market

রাঙামাটিতে এক অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শনিবার বেলা সাড়ে ১১টার দিকে শহরের কল্যাণপুর এলাকা থেকে এ লাশ উদ্ধার করা হয়। তবে এখনো পর্যন্ত তার নাম পরিচয় পাওয়া যায়নি। তবে এটি হত্যাজনিত ঘটনা হিসেবে মনে করছেন পুলিশ।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে,স্থানীয়রা রাঙামাটি শহরের কল্যাণপুরের শিবলী ফার্নিচার মাঠের ২৫ফিট নিচে জঙ্গলের ভিতর এক উপজাতি ব্যক্তির রক্তাত্ব লাশ দেখতে পায়। পরে খবর দেওয়া হয় পুলিশকে। পুলিশ এসে সে লাশ উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে যায়।

রাঙামাটি কোতোয়ালি থানার কর্মকর্তা (ওসি) মীর জাহিদুল ইসলাম (রনি) জানান, নিহত ব্যক্তির শরীরে আঘাতের চিহ্ন দেখে মনে হচ্ছে এটা হত্যাজনিত ঘটনা। তবে নাম পরিচয় শনাক্ত করা যায়নি। এ বিষয়ে পুলিশ তদন্ত করছে।

তিনি আরো জানান,নিহতের পরনে সবুজ রঙের টি শার্ট ও কালো রঙের ফরমাল প্যান ছিল। শরীরে বেশ কিছু জায়গায় ক্ষত চিহ্ন রয়েছে। ময়নাতদন্তের পর বিস্তারিত জানা যাবে, মামলা কার্যক্রম চলমান।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।