রাঙামাটিতে অবৈধ বালু উত্তোলনে মোবাইল কোর্টের অভিযান

রাঙামাটি সদর উপজেলার মানিকছড়ি মুখ এলাকায় অবৈধভাবে কাপ্তাই লেক থেকে বালু উত্তোলনের অভিযোগে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে।

আজ র‌বিবার (৫ই অক্টোবর) দুপুর আড়াইটার দিকে রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা-এর নেতৃত্বে এই অভিযান পরিচালিত হয়।

NewsDetails_03

অভিযানে কাপ্তাই লেকের বিভিন্ন স্থান থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও মজুদের প্রমাণ পাওয়া যায়। এ সময় মোবাইল কোর্টের মাধ্যমে অভিযুক্ত ব্যক্তি ফাহিম (২৫)-কে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অনুযায়ী ১ লক্ষ টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়।

অভিযান চলাকালে উপ‌জেলা নির্বাহী অ‌ফি‌সা‌রের কার্যাল‌য়ের প্রশাস‌নিক কর্মকর্তা সুজন কুমার দে, মগবান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুস্প রঞ্জন চাকমা, আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য এবং স্থানীয় এলাকাবাসী উপস্থিত ছিলেন।

প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, কাপ্তাই লেকে অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

আরও পড়ুন