রাঙামাটি‌তে অস্ত্রসহ আটক ২

রাঙামা‌টি‌তে যৌথবা‌হিনীর অ‌ভিযা‌নে দে‌শীয় বন্দুকসহ দুইজন‌কে আটক করা হ‌য়ে‌ছে। গত র‌বিবার রা‌তে সদর উপ‌জেলার মগবান ইউনিয়নের দোখাইয়া পাড়া থে‌কে ভাগ্যধন চাকমা ও সোমবার সকা‌লে আসামবস্তি নতুন মসলিম পাড়া থে‌কে সুই সিং মং মারমাকে আটক করা হয়।

জানা গে‌ছে, গোপন সংবা‌দের ভি‌ত্তি‌তে অ‌ভিযান চা‌লি‌য়ে ভাগ্যধন চাকমা‌কে আটক করা হ‌য়ে‌ছে। এসময় তার কাছ থে‌কে ১টি দেশীয় বন্দুক, নগদ ১ লক্ষ টাকা ৩৭ হাজার টাকা, ৫টি মোবাইল ফোন, ছোট- বড় ৫টি রেজিস্ট্রার উদ্ধার করে।

অপর‌দি‌কে আসামবস্তি নতুন মসলিম পাড়ায় অভিযান পরিচালনা করে সুই সিং মং মারমাকে আটক ক‌রে‌ছে। এসময় তার কাছ থে‌কে ১টি ওয়ান শুটার গান, ৪ রাউন্ড কার্তুজ উদ্ধার করে। আট‌কের পর দুইজন‌কে সোমবার রাঙামা‌টি কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়।

রাঙামাটি কোতয়ালী থানার অ‌ফিসার ইনচার্জ মো. আ‌রিফুল আ‌মিন বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে ব‌লেন, আটক দুইজ‌নের বিরু‌দ্ধে কোতয়ালী থানায় নিয়মিত মামলা রুজু হয়ে‌ছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।