রাঙামা‌টি‌তে অস্ত্রসহ আটক এক

purabi burmese market

রাঙামা‌টি‌তে অস্ত্র ও গুলিসহ শা‌ন্তি কুমার চাকমা (৫০) নামে এক ব্যক্তিকে আটক করেছে সেনাবা‌হিনী।

বৃহস্প‌তিবার (২২ সে‌প্টেম্বর) দুপু‌রে সদর উপ‌জেলার জীবতলীর রাইখ্যং বাজার এলাকা থেকে তাকে আটক করা হয়। প‌রে পু‌লি‌শের নিকট হস্তান্তর করা হয়।

জানা গে‌ছে, বৃহস্প‌তিবার দুপু‌রে গোপন সংবাদের ভিত্তিতে রাঙামাটি রিজিয়নের ৭ আর ই ব্যাটালিয়ন অভিযান পরিচালনা করে শান্তি কুমার চাকমাকে আটক ক‌রে। এসময় তার কাছ থে‌কে দেশীয় রাইফেল, এ্যামোনিশন, রামদা, নোটবুকসহ নগদ ৩৫ হাজার টাকা উদ্ধার করা হয়। আটক শা‌ন্তি কুমার চাকমা জেএসএস মুল দ‌লের স‌ক্রিয় সদস্য।

কোতয়ালী থানার ও‌সি ক‌বির হো‌সেন আটকের বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।