রাঙামাটিতে অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার

purabi burmese market

রাঙামাটির বরকল উপজেলার বড় হরিণা এলাকা থেকে অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করেছে বিজিবি।
রবিবার (১ মে) রাত ১১ টায় উত্থান ছত্রাছড়া এলাকায় অভিযান চালানো হয়। ছোট হরিণা ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল এস এম শফিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

লে. কর্ণেল এস এম শফিকুর রহমান বলেন, রবিবার রাত ১১টার দিকে ব্যাটালিয়ন সদরের একটি টহলদল বড় হরিণা বিওপি’র উথান ছত্রাছড়া নামক স্থানে অভিযান পরিচালনা করে। বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পাহড়ের জঙ্গলের ভিতর দিয়ে পালিয়ে যায়।

এসময় ওই এলাকা তল্লাশি করে ৩ টি দেশীয় তৈরী এলজি, ৫ রাউন্ড গুলি, ধারালো অস্ত্র ১টি এবং ব্যক্তিগত মালামাল উদ্ধার করা হয়। উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ এবং অন্যান্য সরঞ্জামাদি বরকল থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।