রাঙামাটিতে আওয়ামী লীগের শান্তি সমাবেশ, বিএনপির লিফলেট বিতরণ
সারা বাংলাদেশ বিএনপি-জামাত কর্তৃক সন্ত্রাস নৈরাজ্য ও অরাজকতার প্রতিবাদে রাঙ্গামাটি জেলা আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। একই সময়ে দেশ বাঁচাতে “তারুণ্যের সমাবেশ” চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে রাঙামাটি শহরে লিফলেট বিতরণ করেছে বিএনপি।
আজ বৃহস্পতিবার সকাল ১১টায় শহরের ভেদভেদীর বিদ্যুৎ বিতরণ কার্যালয়ের সামনে জেলা আওয়ামী লীগের শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি ছিলেন খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি।
এসময় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, দপ্তর সম্পাদক রফিক তালুকদার, সাবেক মহিলা এমপি ফিরোজা বেগম চিনুসহ বিভিন্ন অংগ সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
আওয়ামী লীগের শান্তি সমাবেশের কারণে একই স্থানে পুর্ব ঘোষনা অনুযায়ী অব্যাহত লোড শেডিং এর প্রতিবাদে বিদ্যুৎ অফিসের সামনে অবস্থান কর্মসুচি করতে পারেনি জেলা বিএনপি।
অন্যদিকে বেলা ১১টার দিকে দেশ বাঁচাতে “তারুণ্যের সমাবেশ” চট্টগ্রাম বিভাগীয় সমাবেশ সফল করার লক্ষে রাঙামাটি জেলায় লিফলেট বিতরণ করেছে জেলা বিএনপি।
এতে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক রাজিব আহসান, জেলা বিএনপির সভাপতি দীপন তালুকদার, সাধারণ সম্পাদক এ্যাড. মামুনুর রশিদ মামুনসহ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। লিপলেট বিতরণ শেষে দলীয় কার্যালয়ের সামনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।