রাঙামা‌টিতে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

NewsDetails_01

রাঙামা‌টি‌তে আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষে জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ শুক্রবার (২৩ জুন) সকালে দলীয় অফিস থেকে একটি র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহর প্রদক্ষিণ শেষে একই স্থা‌নে এসে দলীয় অ‌ফি‌সের হলরু‌মে সমাবেশের আয়োজন করা হয়।

সমাবেশে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ সভাপ‌তি চিং‌কিউ রোয়াজা, নি‌খিল কুমার চাকমা, অংসুইপ্রু চৌধুরী, হা‌বিবুর রহমান হা‌বিব, সাধারণ সম্পাদক হাজী মোঃ মুছা মাতব্বর, সাংগঠ‌নিক সম্পাদক মিন্টু মারমা, শাওয়াল উদ্দিন, উপ দপ্তর সম্পাদক শহীদুজ্জামান মহসীন প্রমূখ। এছাড়া বি‌ভিন্ন সহ‌যোগী সংগঠ‌নের নেবৃবৃন্দ বক্তব্য রা‌খেন।

NewsDetails_03

বক্তারা ব‌লেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী নির্বাচনে ঐক্যবদ্ধভাবে কাজ ক‌রে যে‌তে হ‌বে। এসময় সারাদেশে অভূতপূর্ব উন্নয়নের জন্য আবারও আওয়ামী লীগকে ভোট দেয়ার জন্য জনগণের প্রতি আহবান জানানো হয়।

প‌রে প্রতিষ্ঠা বা‌র্ষিকী উপল‌ক্ষে কেক কাটা হয়। এর আগে, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।

আরও পড়ুন