রাঙামাটির বাঘাইছড়িতে শাকিল হোসেন (২৫) নামের এক আনসার সদস্যের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
আজ রোববার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় ১৮ আনসার ব্যাটালিয়নের জেনারেটর রুম থেকে লাশটি উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, শনিবার দিবাগত রাতের কোনো এক সময় শাকিল জেনারেটর রুমে গিয়ে ডিসের তার গলায় পেঁচিয়ে আত্মহত্যা করেন। ময়নাতদন্ত প্রতিবেদন আসলে তার মৃত্যুর বিষয়ে বিস্তারিত জানা যাবে।
মারা যাওয়া শাকিল হোসেন আনসারের ২০ তম ব্যাচের সদস্য। সে ঢাকা ধামরাই যাদেবপুর এলাকার আলেক হোসেনের ছেলে। তিনি ১৭ নভেম্বর ২০১৯ সালে আনসার বাহিনীতে যোগদান করেন।
রাঙামাটি অতিরিক্ত পুলিশ সুপার মারুফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।