রাঙামাটিতে আন্তঃ ইউনিয়ন ফুটবল ও হ্যান্ডবল টুর্ণামেন্ট শুরু

NewsDetails_01

স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষ্যে রাঙামাটি সদর উপজেলা প্রশাসনের উদ্যোগে আন্তঃ ইউনিয়ন ফুটবল (বালক) ও হ্যান্ডবল (বালিকা) অনুর্ধ-১৬ টুর্ণামেন্ট শুরু হয়েছে।

বুধবার (২৩ মার্চ) সকালে শেখ রাসেল মিনি স্টেডিয়ামে এ টুর্ণামেন্টের উদ্বোধন করেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান।

NewsDetails_03

সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন এর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নাসরিন ইসলাম, দুর্গেশর চাকমা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শফিউল আজম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মোঃ হান্নানসহ ইউপি চেয়ারম্যানরা।

উদ্বোধনী দিন ফুটবলে তিনটি ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। প্রথম ম্যাচে জয় পেয়েছে সাপছড়ি ইউনিয়ন। তারা বন্দুকভাঙ্গা ইউনিয়নকে ২-০ গোলে পরাজিত করেছে। অপর ম্যাচে কুতুকছড়ি ইউনিয়ন ৪-০ গোলে জীবতলী ইউনিয়নকে পরাজিত করে সেমিফাইনালে উন্নীত হয়। পরে সেমিফাইনালে মগবান ইউনিয়নকে ১-০ গোলে পরাজিত করে ফাইনালে উন্নীত হন কুতুকছড়ি ইউনিয়ন।

দুদিনব্যাপী এ টুর্ণামেন্টের ফুটবলে (বালক) ৬টি ইউনিয়ন ও হ্যান্ডবলে (বালিকা) ৪টি ইউনিয়ন অংশ নিচ্ছে।

আরও পড়ুন