রাঙামাটিতে আশ্রয়ণ প্রকল্পের ৩২টি ঘর হস্তান্তর

NewsDetails_01

মুজিবর্ষ উপলক্ষ্যে আশ্রয়ন-২ প্রকল্পের তৃতীয় পর্যায়ের দ্বিতীয় ধাপের আওতায় রাঙামাটিতে ভূমিহীন ও গৃহহীনদের মাঝে ৩২টি জমিসহ ঘর হস্তাস্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ভার্চুয়ালি প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই ভূমিহীন ও গৃহহীন মানুষের কাছে ঘরের দলিল ও চাবি হস্তাস্তর করেন।

রাঙামাটির কাপ্তাইয়ে ২৬টি পরিবার পেয়েছে প্রধানমস্ত্রীর উপহার হিসেবে ঘর ও জমি। উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত অনুষ্ঠানে জমির দলিল ও ঘরের চাবি হস্তাস্তর করেন জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

NewsDetails_03

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা মুনতাসির জাহান এর সভাপতিত্বে এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোঃ নাদির আহমেদ এর সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য দেন রাঙামাটির অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এস এম ফেরদৌস ইসলাম, জেলা পরিষদ সদস্য অংসুইছাইন চৌধুরী, কাপ্তাই উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মফিজুল হক, কাপ্তাই সার্কেলের অতিরিক্ত পুুুুলিশ সুুুপার রওশন আরা রব।

জেলা প্রশাসন সুত্রে জানা গেছে, রাঙামাটি জেলায় মোট ৩২টি ঘর আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের মাঝে হস্তাস্তর করা হয়েছে। এর মধ্যে কাপ্তাই উপজেলায় ২৬টি, বরকল উপজেলায় ৫টি, নানিয়ারচর উপজেলায় ১টিসহ মোট ৩২টি ঘর উপকারভোগীদের মাঝে হস্তান্তর করা হয়।

আরও পড়ুন