রাঙামাটিতে ইউপিডিএফ সদস্য আটক

NewsDetails_01

সুবন্ত চাকমা
রাঙামাটির নানিয়ারচর উপজেলায় অস্ত্র ও গোলাবারুদসহ ইউপিডিএফ (মূলদল)’র সশস্ত্র গ্রুপের সদস্য সুবন্ত চাকমা (৩৮) নামের এক চাঁদা আদায়কারীকে আটক করেছে যৌথ বাহিনী।
শনিবার (২২ জুন) রাত ১টায় নানিয়ারচর জোন কৃর্তক যৌথ বাহিনীর একটি দল নানিয়ারচর উপজেলার আওতাধীন সতের মাইল দোশরপাড়া এলাকায় অভিযান চালিয়ে নিজবাড়ী থেকে তাকে আটক করা হয়।
আটকের সময় তার বাড়ীতে তল্লাশি করে, ০১টি শর্টগান, ০৬ রাউন্ড এ্যামোনিশন, ০৩টি দা, ০১টি মোবাইল ফোন, ০২টি জাতীয় পরিচয়পত্র, ০১টি জন্ম নিবন্ধন কার্ড, ০২ বোতল দেশীয় মদ এবং নগদ ৪৮৫.০০ টাকা উদ্ধার করে যৌথ বাহিনী। আটককৃত সুবন্ত চাকমাকে পরবর্তীতে সকল সরঞ্জামাদিসহ নানিয়ারচর থানায় সোপর্দ করা হয়।

আরও পড়ুন