রাঙামা‌টিতে ইমাম সন্মেলন অনু‌ষ্ঠিত

NewsDetails_01

রাঙামা‌টি ইসলামিক ফাউন্ডেশনের আয়োজনে জেলা পর্যায়ে মসজিদের ইমাম, খতিব ও আলেম ওলামাদের নিয়ে ‘সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধ শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ও জেলা ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার সকালে ইসলামিক ফাউন্ডেশন রাঙামা‌টি কার্যালয়ে কর্মশালা ও ইমাম সম্মেলন অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামা‌টির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান।

NewsDetails_03

ইসলামিক ফাউন্ডেশন রাঙামা‌টি কার্যালয়ের ফিল্ড অ‌ফিসার আলী আহসান ভুইয়ার সঞ্চালনায় ও উপ পরিচালক ইকবাল বাহার চৌধুরীর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামা‌টি সি‌নিয়র মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা মোঃ রেজাউল ক‌রিম, কা‌লেক্ট‌রেক জা‌মে মস‌জি‌দের খ‌তিব মাওলানা মোঃ আবুল হা‌সেম, জাতীয় ইমাম স‌মি‌তির সভাপ‌তি ক্বারী মোঃ ওসমান গণী চৌধুরী প্রমূখ।

এদিকে ইমাম সম্মেলনে জেলার আওতাধীন ইসলামিক ফাউন্ডেশনের ১০ উপজেলার প্রায় ১০০ জন ইমাম, খতিব ও আলেম ওলামারা উপস্থিত ছিলেন। কর্মশালা শেষে প্রশিক্ষণপ্রাপ্ত সব ইমামের লিখিত ও মৌখিক পরীক্ষার মাধ্যমে জেলা পর্যায়ে তিনজন শ্রেষ্ঠ ইমাম নির্বাচিত করা হয়।

আরও পড়ুন