রাঙামাটিতে ইয়াবাসহ স্বামী স্ত্রী আটক

NewsDetails_01

রাঙামাটিতে ৯ হাজার ৭ শত ৮৫ পিস ইয়াবাসহ ওয়া‌শিম ও তার স্ত্রী‌কে আটক করেছে পুলিশ।
আজ র‌বিবার (২৭ অ‌ক্টোবর) সকা‌লে মা‌নিকছ‌ড়ি চেক‌পোস্টে গা‌ড়ি তল্লাশী ক‌রে তা‌দের আটক করা হয়।

NewsDetails_03

পু‌লিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রাম থে‌কে রাঙামা‌টি আসার প‌থে রাঙামা‌টি সদ‌রের মা‌নিকছ‌ড়ি চেক‌পো‌স্টে পাহা‌ড়িকা বা‌সে এ অভিযান চালানো হয়। এসময় তল্লা‌শি ক‌রে ওয়া‌শিম ও তার স্ত্রীর কাছ থে‌কে ৯ হাজার ৭ শত ৮৫ পিস ইয়াবা পাওয়া গে‌ছে।

রাঙামাটির অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সাইফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়। আটককৃত ওয়াসিমের বিরুদ্ধে এর আগেও মাদক পাচারের মামলা রয়েছে।

আরও পড়ুন