রাঙামাটিতে উদীচীর সম্মেলনে সভাপতি অমলেন্দু,সম্পাদক বিজয়

NewsDetails_01

রাঙামাটিতে উদীচীর ৬ষ্ঠ জেলা সম্মেলন
রাঙামাটিতে উদীচীর ৬ষ্ঠ জেলা সম্মেলন
ফের অমলেন্দু হাওলাদারকে সভাপতি এবং বিজয় ধরকে সাধারণ সম্পাদক করে রাঙামাটিতে উদীচীর দু’দিনব্যাপী শুরু হওয়া ৬ষ্ঠ জেলা সম্মেলন শেষ হয়েছে।

শনিবার বিকেলে জেলা শিল্পকলা একাডেমী অডিটরিয়ামে অনুষ্ঠিত কাউন্সিলে সর্বসম্মতিক্রমে ২৯ সদস্য বিশিষ্ট এ কমিটি গঠন করা হয়। সকালে কাউন্সিল অধিবেশনে শোক প্রস্তাব,সাধারন সম্পাদকের প্রতিবেদন,সাধারন প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়।

NewsDetails_03

কমিটি গঠনকালে এসময় উপস্থিত ছিলেন, উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি চন্দন দাশ, রায়হান খান, জেলা উদীচী সহ-সভাপতি এম জিসান বখতিয়ার প্রমুখ। কাউন্সিল অধিবেশনে রাঙামাটির বিভিন্ন শাখার ৫০ জন প্রতিনিধি পর্যবেক্ষক উপস্থিত ছিলেন ।

উল্লেখ্য শুক্রবার সকাল সাড়ে ১১টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এ সম্মেলনের উদ্বোধন করেন নাট্য ব্যক্তিত্ব ও বাংলাদেশ উদীচী কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি শংকর শাওজাল।

আরও পড়ুন