রাঙামাটিতে উদয়ন সমাজ কল্যাণ সমিতির কার্যক্রম বন্ধ ঘোষণা

চাকরীর প্রলোভনে অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগ

NewsDetails_01

চাকরীর প্রলোভনে অর্থ আত্মসাতসহ নানা অনিয়মের অভিযোগে এনজিও সংস্থা উদয়ন সমাজ কল্যান সমিতির রাঙামাটির শাখার কার্যক্রম বন্ধ করে দিয়েছে রাঙামাটি জেলা প্রশাসন। সংস্থাটির হেড অফিস হচ্ছে বরগুনা জেলায়। রাঙামাটি জেলা প্রশাসনের এনডিসি আরিফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

এনডিসি আরিফুল ইসলাম বলেন, উদয়ন সমাজ কল্যান সমিতির বিরুদ্ধে পত্র পত্রিকায় লেখালেখিসহ নানা অভিযোগ আসে জেলা প্রশাসনের কাছে। এ বিষয়ে জানার জন্য শাখা ব্যবস্থাপক বিপ্লব চাকমাকে ডাকা হলেও তিনি গরিমসি করতে থাকে। পরে আইনী পদক্ষেপ নেয়া হবে জেনে বুধবার তিনি ডিসি অফিসে যোগাযোগ করেন।

NewsDetails_03

এসময় জেলা প্রশাসক একে এম মামুনুর রশিদ সংস্থাটির পক্ষে কাগজপত্র দেখাতে বললে বিপ্লব চাকমা কোন কিছুই দেখাতে পারেননি। ফলে, বৈধ কোন কাগজপত্র না থাকায় জেলা প্রশাসক তাৎক্ষনিকভাবে উদয়ন সমাজ কল্যান সমিতির কার্যক্রম বন্ধের নির্দেশ দেন। এসময় জেলা প্রশাসক সংস্থাটির বিরুদ্ধে আনীত অভিযোগের তদন্তের নির্দেশ সাপেক্ষে অভিযোগ প্রমানিত হলে আইনগত ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দেন।

জানা গেছে, উদয়ন সমাজ কল্যান সমিতির শাখা ব্যবস্থাপক বিপ্লব চাকমা বান্দরবান জেলা সদরের কালাঘাট এলাকার বাসিন্দা। রাঙামাটিতে শাখা অফিস খুলে বড় বড় প্রকল্পের বিভিন্ন পদে চাকরী দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকা হাতিয়ে নেয়। রাঙামাটিতে এ সমিতির নামে বিপ্লব চাকমার নানা কর্মকান্ড পত্র-পত্রিকায় আসলে নড়েচড়ে বসে জেলা প্রশাসন।

আরও পড়ুন