রাঙামাটিতে এক ব্যক্তিকে গলা কেটে হত্যা

purabi burmese market

রাঙামাটির রাজস্থলী উপজেলায় হ্লাপ্রুচাই মারমা নামের (৪২) নামের এক ব্যক্তিকে ধারালো দা দিয়ে হত্যা করেছে মংথোয়াই মারমা (৪৫) নামে এক ব্য‌ক্তি।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ মঙ্গলবার (৫মে) সকাল ৯টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের ডাকবাংলাো মধ্যম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। হত্যাকারী মংথোথাই মারমা ডাকবাংলো এলাকার স্থানীয় চাথোয়াইপ্রু মারমার ছেলে এবং নিহত হ্লাপ্রুচাই মারমা ওই এলাকার মৃত অংথোয়াইখই মারমার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, হ্লাপ্রুচাই মারমা সকালে বাজারে যাওয়ার পথে ডাক বাংলো এলাকায় মংথোয়াই মারমা অতর্কিত ভাবে তার ধারালো দা দিয়ে হামলা চালিয়ে গলা কেটে হ্লাপ্রুচাই মারমাকে হত্যা করে। স্থানীয়রা ছুটে আসলে ঘটনাস্থল থেকে মংথোয়াই পালিয়ে যায়।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশরাফ আহম্মেদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করেছে। অপরাধীকে ধরতে অ‌ভিযান চলছে।

আরও পড়ুন
আপনার মন্তব্য লিখুন

আপনার ইমেইল ঠিকানা প্রকাশিত হবে না।