রাঙামাটিতে এমপির ঐচ্ছিক তহবিলের অনুদান বিতরণ
রাঙামাটি সদর উপজেলায় এমপির ব্যক্তিগত ঐচ্ছিক তহবিল হতে অনুদান বিতরণ করা হয়েছে। আজ রবিবার (৯ জুন) সকালে উপজেলা পরিষদ হলরুমে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি দীপংকর তালুকদার এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ২১ জন গরীব অসহায় মহিলার মধ্যে প্রায় ২ লাখ ১০ হাজার টাকা নগদ অর্থ বিতরণ করেন।
এসময় প্রধান অতিথি বলেন, সমাজের পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে সামাজিক নিরাপত্তা বেষ্ঠনীর আওতায় এনে বিভিন্ন প্রকার আর্থিক সহায়তা ও ভাতা দিয়ে যাচ্ছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। বর্তমান সরকার জনবান্ধব সরকার। অসহায় দরিদ্র মানুষের জন্য কল্যাণকর কাজ অব্যাহত রেখেছে। সকলকে সরকারের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।
রাঙামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার রিফাত আসমা,র সভাপতিত্বে অনুদান বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান শহীদুজ্জামান মহসীন রোমান, ভাইস চেয়ারম্যান দুর্গেশ্বর চাকমা ও নাসরিন ইসলাম প্রমূখ।