পার্বত্য জেলা রাঙামাটিতে আরো ২ জনের দেহে করোনা পজেটিভ শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় ৬০ জন করোনা আক্রান্ত হয়েছে। আজ রবিবার (৩১ মে) দুপুরে নতুন করে ২ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মোস্তফা কামাল।
তিনি জানান, নতুন শনাক্তদের মধ্যে রাঙামাটির লংগদু উপজেলায় ১ জন, কাউখালীতে ১ জন। তবে তাদের ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।
আজ বুধবার সকালে চট্টগ্রামের সীতাকুন্ডের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি) থেকে আসা রিপোর্টের মধ্যে ২ টি পজিটিভ এসেছে। বর্তমানে আইসোলেশনে আছেন ৯ জন।
এদিকে, জেলায় করোনা আক্রান্ত ১০জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে । এরা বর্তমানে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে আছেন।