রাঙামাটিতে করোনা সনাক্ত‌ বেড়ে ৪১৭ জন

করোনার গ্রীন জোন রাঙামা‌টিতে এখন আক্রান্তের সংখ্যা ৪১৮ জনে দা‌ঁড়িয়েছে। ‌জেলায় আজ বৃহস্প‌তিবার (৯জুলাই) নতুন করে আরো ২২ জনের শরীরে করোনা সনাক্ত হয়েছে। তাদের ম‌ধ্যে ১৭ জন রাঙামা‌টি সদরের, ২ জন কাউখালী ও ৩ জন কাপ্তাই উপ‌জলার বাসিন্দা।

বিষয়টি নিশ্চিত করে বৃহস্প‌তিবার দুপুরে রাঙামাটি স্বাস্থ্য বিভাগের করোনা বিষয়ক ফোকাল পার্সন ডাক্তার মোস্তফা কামাল জানিয়েছেন, ২২ জনের মধ্যে ১৭ জন সদরের, ২ জন কাউখালীর ও ৩ জন কাপ্তাইয়ের বাসিন্দা।

NewsDetails_03

তিনি জানান, বৃহস্প‌তিবার সকালে বিআইটিআইডি ও সিভাসু‌ থে‌কে ৮২টি রি‌পোর্ট আসে যার মধ্যে ২২ টি রি‌পোর্ট পজেটিভ আসে।

এদিকে, জেলায় ২৩১ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে । জেলায় এ পর্যন্ত করোনায় মৃত্যু হয়েছে ৭ জনের আইসোলেশনে আছে ৮ জন।

আরও পড়ুন