রাঙামা‌টিতে কাঠবোঝাই গাড়িতে গুলি, চালক গুলিবিদ্ধ

NewsDetails_01

রাঙামা‌টি‌তে কাঠবোঝাই গাড়িতে দুর্বৃত্তদের গুলিতে সৈয়দ আলম (৩২) নামে এক গাড়িচালক আহত হয়েছেন । আজ মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে সদর উপজেলার দেপ্পোছড়ি নামক স্থানে এ ঘটনা ঘটে। প্রতিবা‌দে ২ ঘন্টা সড়ক অব‌রোধ করে রা‌খে শ্রমিক সংগঠ‌নের নেতাকর্মীরা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকাল ৯টার দি‌কে রাঙামা‌টি চট্টগ্রাম প্রধান সড়‌কের দেপ্পোছড়ি নামক এলাকায় কাঠবোঝাই একটি গাড়ি লক্ষ্য করে দুর্বৃত্তরা গুলি চালায়। এ সময় গাড়ির চালক সৈয়দ আলমের পায়ে গুলি লাগে। গাড়ির চালক বর্তমানে রাঙ্গামাটি জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

NewsDetails_03

এই ব্যাপারে কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আরিফুল আমিন জানান, কাঠবোঝাই গাড়িতে দুর্বৃত্তরা গুলি করেছে। এতে ট্রাকের চাকা এবং চালকের পায়ে গুলি লেগেছে।

এদিকে ঘটনার প্রতিবাদে শহরের ট্রাক টার্মিনাল এলাকায় ট্রাকচালক ও শ্রমিকরা প্রধান সড়‌কে যান চলাচল বন্ধ ক‌রে দি‌য়ে প্রায় ২ ঘন্টা রাস্তা অবরোধ করে রা‌খে। প‌রে প্রশাস‌নের আশ্বা‌সে অব‌রোধ তু‌লে নেয়া হয়।

আরও পড়ুন