রাঙামাটিতে কোরবানী পশুর হাট পরিদর্শন করলেন ডিসি, এসপি
রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমান ও পুলিশ সুপার মীর আবু তৌহিদ আসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষ্যে আজ বুধবার বেলা ১২টার দিকে বনরুপা বাজার ও কোরবানী পশুর হাট পরিদর্শন করেন।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ও পুলিশ সুপার বনরুপা বাজারে নিত্য প্রয়োজনীয় দ্রব্যসামগ্রীর মূল্য যাচাই করেন। পরে ট্রাক টার্মিনালে কোরবানী পশুর হাট পরিদর্শনকালে আগত ক্রেতা-বিক্রেতা ও ইজারাদারদের সাথে পশু হাটের সার্বিক পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এসময় সুনির্দিষ্ট কোন তথ্য ছাড়া পশুবাহী গাড়ি থামানো হবেনা বলে ক্রেতা-বিক্রেতাকে নিশ্চিত করেন।
এসময় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: জাহেদুল ইসলাম, কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ আরিফুল আমিন উপস্থিত ছিলেন।