রাঙামাটিতে গৃহকর্তার দায়ের কোপে ‘ডাকাত’ নিহত

NewsDetails_01

রাঙামাটির টিভিমন পাড়ায় ডাকাতি করতে গিয়ে গৃহকর্তার দায়ের কোপে এক ডাকাত নিহত হয়েছে। এসময় ডাকাতদের কোপে আহত হয়েছে বাড়ীর মালিক জলকুমার কার্বারী ও তার ছেলে। মানিকছড়ি পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ পুলিশ পরিদর্শক আবু ইউসুফ এই তথ্য নিশ্চিত করেছেন।
আবু ইউসুফ আরো জানান,গত বুধবার দিনগত রাত আনুমানিক ১২টার দিকে রাঙামাটির সাপছড়ি ইউনিয়নে অবস্থিত জেলার উঁচু পাহাড় ফুরোমনের চূড়ার কাছাকাছি অবস্থিত টিভিমন পাড়ার গ্রামপ্রধান জল কুমার কার্বাবির বাড়িতে হানা দেয় একদল ডাকাত। এসময় গৃহকর্তার দায়ের কোপে একজন ডাকাত ঘটনাস্থলেই নিহত হয়। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ডাকাতের পরিচয় জানা যায়নি। খবর পেয়ে পুলিশ দীর্ঘসময় পর পাহাড় চূড়ায় উঠে ডাকাতের লাশ নামিয়ে আনে এবং গৃহকর্তাকেও চিকিৎসার জন্য হাসপাতালে পাঠিয়েছে।

আরও পড়ুন