রাঙামাটিতে আঞ্চলিক দুই সংগঠনের গোলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। ঘটনায় আরো ২জন আহত হয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত অং থোয়াই (৪৫) নামের একজনের নাম জানা গেলেও অন্য দুইজনের নাম জানা সম্ভব হয়নি। আজ মঙ্গলবার (২২ মার্চ) সকাল ৯ টার দিকে রাঙামাটির রাজস্থলীর শেষ সীমান্তে এই ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা গেছে, সকাল ৯টার দিকে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও মগ লিবারেশন পার্টি (এমএলপির)র মধ্যে হঠাৎ করে গোলাগুলি শুরু হয়। এতে এক পথ পদর্শক সহ মগ লিবারেশন পার্টি (এমএলপির) দুজন নিহত হয়েছে। এই ঘটনার পর উক্ত এলাকায় এখনও গোলাগুলি চলছে বলে জানা গেছে। ঘটনায় ওই এলাকার স্থানীয়দের মাঝে আতংক ছড়িয়ে পড়েছে।
রাঙামাটি পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন জানান, হতাহতের খবর পেয়েছি। পুলিশ ও সেনা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দিকে রওনা দিয়েছে, বিস্তারিত পরে জানা যাবে।