রাঙামাটিতে গোলাগুলি : আটক ৩, অস্ত্র-গুলি উদ্ধার

রাঙামাটির কুতুকছড়ি ইউনিয়নে সেনাবাহিনীর সঙ্গে সশস্ত্র সংগঠন ইউপিডিএফ (প্রসীত গ্রুপ)-এর গোলাগুলির ঘটনা ঘটেছে। এতে তিন ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। অভিযানে একটি এসএমজি রাইফেল, ৪৬ রাউন্ড রাইফেলের গুলি, ১২ রাউন্ড পিস্তলের গুলি এবং বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র ও সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।

সেনাবাহিনী সূত্র জানায়, গতকাল রোববার (২৩ জুন) সন্ধ্যা ৬টার দিকে ফুরোমন সেনা ক্যাম্প থেকে একটি পেট্রোল দল বের হয়। সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে অজ্ঞাত নম্বর থেকে ইউপিডিএফ’র এক নেতা ফোনে পেট্রোল কমান্ডারকে এলাকা ছেড়ে যাওয়ার হুমকি দেয়। তবে সেনা সদস্যরা হুমকি উপেক্ষা করে কৌশলগত অবস্থান নিয়ে এলাকায় তল্লাশি চালাতে থাকে।

NewsDetails_03

পরবর্তীতে অন্যান্য ক্যাম্প থেকেও পেট্রোল দল যোগ দিয়ে কুতুকছড়ি এলাকায় ব্লক রেইড শুরু করে। এরই ধারাবাহিকতায় সোমবার ভোর ৪টার দিকে সেনাবাহিনী মইনপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অভিযান চালায়। অভিযানের সময় উভয় পক্ষের মধ্যে ব্যাপক গোলাগুলি হয়।

গুলিবিনিময়ের একপর্যায়ে ইউপিডিএফ সদস্যরা পালিয়ে গেলে ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়। এ সময় এক সেনা সদস্য গুলিবিদ্ধ হয়ে সামান্য আহত হন। তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নেওয়া হয়েছে।

এ ঘটনায় এলাকায় উত্তেজনা বিরাজ করছে। শেষ খবর পাওয়া পর্যন্ত পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন