রাঙামাটিতে গ্যাস সিলিন্ডার বিস্ফোরনে গ্রামীন ব্যাংকের কর্মকর্তা নিহত

রাঙামাটির রাজস্থলী উপজেলায় গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে গ্রামীণ ব্যাংকের সহকারী ম্যানেজার মো. সেকান্দার (৪০) নামের এক ব্যক্তি মারা গেছেন। আজ সোমবার (০২নভেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বাঙ্গালহালিয়া ইউনিয়নের বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ব্যক্তি উপজেলার গ্রামীণ ব্যাংকের বাঙ্গালহালিয়া ইউনিয়ন শাখার সহকারী ম্যানেজার ছিলেন। তিনি চট্রগ্রাম জেলার চন্দনাইশ উপজেলার বৈলতলি গ্রামের মৃত আব্দুল গনির ছেলে বলে জানা গেছে।

NewsDetails_03

৩ নং বাঙ্গালহালিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নিঞোমং মারমা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,বাঙ্গালহালিয়া বাজারের তালুকদর বিল্ডিংয়ে গ্রামীন ব্যাংকের সহকারি ম্যানজারের বাসায় সিলিন্ডার বিস্ফোরন হলে তিনি ঘটনাস্থলে মারা যান।

চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল বাহার চৌধুরী বলেন,মারা যাওয়া ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। মঙ্গলবার সকালে ময়না তদন্তের জন্য রাঙামাটি সদর হাসপাতালে প্রেরণ করা হবে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হবে বলে ওসি জানান।

আরও পড়ুন