জাতীয় ৫০ তম স্কুল, মাদ্রাসা ও কারিগরি সমিতির রাঙামাটি সদর উপজেলার গ্রীষ্মকালীন ক্রীড়া ও পুরস্কার বিতরন করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে রাঙামাটি মারী স্টেডিয়ামে অনুষ্ঠিত পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার নাজমা বিনতে আমিন।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদ তালুকদার। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভুমি) উম্মে মুসলিমা, রানী দয়াময়ী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রনতোষ মল্লিক।
বক্তব্যে অতিথিরা বলেন, খেলাধুলায় অংশ গ্রহন করা,শুধু জেতার জন্য নয়। অংশ গ্রহন করাটাও একটা বড় ব্যাপার। খেলাধুলার মধ্যে থাকলে শরীর মন,দুটিই ভাল থাকে। এ ছাড়া এ খেলার মাধ্যমে দেশ কে জাতীয় পর্যায় তুলে ধরা সম্ভব। এড়িয়ে চলা সম্ভব মাদকদ্রব্য থেকেও। পরে প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেয়া হয়।