স্বাস্থ্য মন্ত্রণালয় কর্তৃক গ্রীন জোন ঘোষণার দুদিনের মধ্যে রাঙামাটি জেলায় করোনার আক্রান্তের সংখ্যা যেন বেড়ে চলেছে। গত দুদিনে সনাক্ত হয়েছেন ১২ জন। সর্বশেষ মঙ্গলবার সনাক্ত হয় ৪ জন। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা ৮২ জন।
মঙ্গলবার (০৯ জুন) সকালে ৪ জন শনাক্তের বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটি সিভিল সার্জন অফিসের করোনা ইউনিটের দায়িত্বপ্রাপ্ত ডা: মোস্তফা কামাল।
তিনি জানান, মঙ্গলবার সকালে চট্টগ্রামের বিআিইটিডি ও সিভাসু থেকে ৭২টি রিপোর্ট আসে । যার মধ্যে ৪টি রিপোর্ট পজেটিভ আসে। নতুন শনাক্তদের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তিনি কাপ্তাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত। অন্য তিনজন রাঙামাটি সদর, কাপ্তাই ও কাউখালি উপজেলার বাসিন্দা।
এদিকে, জেলায় ৪৫ জন সুস্থ হয়েছেন বলে জানা গেছে । আইসোলেশনে আছেন ১০ জন। জেলায় করোনায় মৃত্যু হয়েছে দুই জনের।