রাঙামাটিতে পৃথক দুইটি সড়ক দূর্ঘটনায় সাজেক থানা ছাত্রলীগের সভাপতি রুবেলসহ ৩ জন নিহত হয়েছে। নিহত অন্য দু’জন হলেন মোশারফ হোসেন ও এলভিন চাকমা। আজ মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যায় রাঙামাটি শহরের গর্জনতলী ও কুতুকছড়ি এলাকায় উভয় দূর্ঘটনা ঘটে।
জানা গেছে, সাজেক থেকে নিজ মোটর সাইকেল নিয়ে রাঙামাটি আসার পথে সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়ন এলাকায় অটোরিক্সার সাথে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী রুবেল গুরুত্বর আহত হয়। তাকে উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রুবেল রাঙামাটি জেলা ছাত্রলীগের উপ আপ্যায়ন বিষয়ক সম্পাদক ও সাজেক থানা ছাত্রলীগের সভাপতি।
অপরদিকে রাত আটটার সময় রাঙামাটি শহরের গর্জনতলী এলাকায় প্রধান সড়কে পিকআপের সাথে মোটর সাইকেলের ধাক্কা লেগে এলসন চাকমা ও মোশারফ হোসেন নামে দুই মোটর সাইকেল আরোহী ঘটনাস্থলেই নিহত হয়। নিহত মোশাররফ শহরের পুরাতন কোর্ট বিল্ডিং এলাকার বাসিন্দা। এলভিন চাকমা শহরের কলেজগেইট এলাকার শান্তিময় খীসার ছেলে বলে জানাগেছে।
রাঙামাটি জেনারেল হাসপাতালের আরএমও ডাঃ শওকত আকবর খান তিনজন নিহতের সত্যতা নিশ্চিত করেছেন।