রাঙামাটিতে দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক ছাত্রলীগ নেতা খুন হয়েছে। বুধবার আনুমানিক রাত আড়াইটার দিকে রাঙামাটি জেনারেল হাসপাতাল সংলগ্ন ডাকঘরের সামনে এ ঘটনা ঘটে। তবে কে বা কারা এ হত্যাকান্ড ঘটিয়েছে জানা যায়নি। নিহত জয় ত্রিপুরা (২৫) সদর উপজেলা ছাত্রলীগের উপ প্রচার সম্পাদক ছিলেন।
পুলিশ সুপার মীর মোদদাছছের হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘বুধবার মধ্যরাতে এ ঘটনা ঘটেছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে। হামলার সাথে কারা জড়িত, তা তদন্তের আগে বলা যাচ্ছে না।
জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রকাশ চাকমা এ ঘটনার নিন্দা জানিয়ে ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে দ্রুত বিচারের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তি দাবি করছি।