রাঙামাটিতে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা ও চেক বিতরণ
রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের উদ্যোগে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহতদের সংবর্ধনা ও আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে। “এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত তারুণ্যের উৎসব-২০২৫-এ আহতদের হাতে চেক তুলে দেওয়া হয়।
আজ রোববার (১৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টায় রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে জুলাই-আগস্ট অভ্যুত্থানে আহতদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। তিনটি ক্যাটাগরিতে মোট ৮ জন আহতকে চেক বিতরণ করা হয়।

আর্থিক সহায়তা হিসেবে মো. আমান উল্লাহ ও মো. ইমরানকে ১ লাখ টাকা করে, মো. উসমান হারুন, মো. আবদুল হক ও রাকিব হাসানকে ৪০ হাজার টাকা করে, এবং মো. কামরুল হাসান কাদের, নবাব শরীফ সজীব ও আবদুল আহাদকে ৩০ হাজার টাকা করে প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের নির্বাহী কর্মকর্তা নুরুদ্দিন মুহাম্মদ শিবলী নোমান। এছাড়াও পরিষদের সদস্য ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
আহত শিক্ষার্থীরা বলেন, এই আর্থিক সহায়তা তাদের পুনর্বাসনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বক্তারা তারুণ্যের ভূমিকা ও আত্মত্যাগকে সম্মান জানিয়ে ভবিষ্যতে বৈষম্যহীন সমাজ গঠনে আরও কার্যকর উদ্যোগ নেওয়ার আহ্বান জানান।