রাঙামাটিতে মাদকাসক্ত সোহেল নামের এক যুবকের ছুরিকাঘাতে তোফাজ্জল (২৫) নামের এক যুবক আহত হয়েছে।বুধবার রাত দশটার দিকে জেলা শহরের রিজার্ভ বাজারের অটোরিক্সা স্টেশন এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, মাদকাসক্ত সোহেল পূর্ব শত্রুতার জের ধরে রাতে চাপাতি দিয়ে তোফাজ্জলের উপর অতর্কিত হামলা চালালে তোফাজ্জল হাতের কব্জিতে মারাত্বক আহত হয়। স্থানীয়রা হামলাকারীকে হাতেনাতে ধরে পুলিশে সোপর্দ করে এবং আহত যুবককে রাঙামাটি জেনারেল হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
রাঙামাটি কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ রশিদ ঘটনার সত্যতা স্বীকার করে জানান,হামলাকারীকে স্থানীয়রা পুলিশের হাতে সোপর্দ করেছে। তিনি আরো বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে, আহত পরিবারের কেউ মামলা করলে যথাযথ ব্যবস্থা নেয়া হবে।