রাঙামাটিতে ছোট মাছ জব্দ, এতিমখানায় দান

NewsDetails_01

মৎস্য সংরক্ষন আইন না মেনে ২৩ সেন্টিমিটারের ছোট মাছ বাজারজাত করায় বেশ কিছু মাছ জব্দ করেছে রাঙামাটি বিএফডিসি কর্তৃপক্ষ। আজ মঙ্গলবার সকালে পৌর শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান চালিয়ে এসব মাছ জব্দ করা হয়।

NewsDetails_03

রাঙামাটি বিএফডিসি সুত্রে জানা গেছে, মৎস্য সংরক্ষন আইনে ২৩ সেন্টিমিটারের ছোট সাইজের মাছ অর্থাৎ রুই, কাতল, মৃগেল, কালি বাউস ও আইড় মাছ বিক্রি নিষিদ্ধ আছে। এসব মাছের ছোট সাইজ বাজারে বিক্রি হচ্ছে কিনা তা নিয়মিত তদারকি করা হচ্ছে। তারই অংশ হিসেবে মঙ্গলবার রাঙামাটি শহরের বিভিন্ন মাছ বাজারে অভিযান পরিচালনা করে বিএফডিসির টহল টিম। এসময় ১১ কেজি ছোট সাইজের আইড় মাছ জব্দ করা হয়।

রাঙামাটি বিএফডিসি কমান্ডার তৌহিদুল ইসলাম জানান, রুই, কাতল, মৃগেল, কালি বাউস ও আইড় মাছ ২৩ সেন্টিমিটারের ছোট বিক্রি করা আইনতঃ অপরাধ। আপাততঃ মাছ বিক্রেতাদের সতর্ক করে দেয়া হয়েছে। একই অপরাধ পুনরায় করলে জেল,জরিমানা করা হবে। জব্দকৃত আইড় মাছ স্থানীয় একটি এতিমখানায় দান করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন