রাঙামাটিতে জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপ্তি

রাঙামাটি জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত ৪৬তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং ৯ম জাতীয় বিজ্ঞান অলিম্পিয়াড-২০২৫-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (২১ মে) সকালে রাঙ্গামাটি সদরের জিমনেশিয়াম হলরুমে এ আয়োজন হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এস এম ফরহাদ হোসেন। এছাড়া আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকার পরিচালক মো. মোবারক হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) জোবাইদা আক্তার, রাঙামাটি প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক আনোয়ার আল হকসহ জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।

NewsDetails_03

বক্তারা বলেন, বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির সঙ্গে তাল মিলিয়ে চলতে হলে শিক্ষার্থীদের উদ্ভাবনী চিন্তাকে উৎসাহিত করতে হবে। বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াডের মতো আয়োজন তরুণদের মাঝে গবেষণাভিত্তিক মনোভাব গড়ে তুলতে সহায়ক।

গত ১৯ মে শুরু হওয়া এ বিজ্ঞানমেলা ও অলিম্পিয়াডে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন এবং নিজেদের উদ্ভাবনী প্রকল্প উপস্থাপন করেন। বিচারকমণ্ডলীর রায়ে নির্বাচিত সেরা প্রকল্প উপস্থাপনকারীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে অতিথিরা শিক্ষার্থীদের উদ্ভাবনী প্রকল্প ঘুরে দেখেন।

আরও পড়ুন