রাঙামাটিতে জাতীয় ৮ কৃ‌তি ক্রীড়া‌বিদকে সংবর্ধনা

জাতীয় ও আন্তর্জা‌তিক ভাবে ক্রীড়াক্ষেত্রে স্বীয় ক্রীড়া‌নৈপুন্যে রাঙামা‌টি জেলার নাম উজ্জল করায় ৮ জন ক্রীড়া‌বিদকে সম্মাননা ক্রেস্ট ও নগদ অর্থ প্রদান করছে রাঙামা‌টি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থা।

আজ শ‌নিবার দুপুরে জেলা ক্রীড়া সংস্থার আয়োজনে পর্যটন কমপ্লেক্স হলরুমে এ সংবর্ধনা দেওয়া হয়। এতে প্রধান অ‌তি‌থি ছিলেন খাদ্য মন্ত্রনালয় সম্প‌র্কিত স্থায়ী ক‌মি‌টির সভাপ‌তি দীপংকর তালুকদার এম‌পি।

‌গেস্ট অব অনার ছি‌লেন পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ড চেয়ারম্যান নি‌খিল কুমার চাকমা। বি‌শেষ অ‌তি‌থি ছিলেন জেলা প‌রিষদ চেয়ারম্যান অংসুই প্রু চৌধুরী, পু‌লিশ সুপার মীর মোদদাছ‌ছের হো‌সেন, অ‌তি‌রিক্ত জেলা প্রশাসক মোঃ সাইফুল ইসলাম, অ‌তি‌রিক্ত পু‌লিশ সুপার জা‌হেদুল ইসলাম, পৌর মেয়র আকবর হোসেন চৌধুরী প্রমূখ।

NewsDetails_03

এর আগে সকালে রাঙামাটি পার্বত্য জেলা ক্রীড়া সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ মিজানুর রহমা‌নের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বার্ষিক আয়-ব্যয় ও বিগত দিনের কর্মপরিকল্পনা ও বর্তমান কর্মপরিকল্পনা তুলে ধরে লিখিত বক্তব্য রাখেন, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক শ‌ফিউল আজম, এ‌টি বর্তমান প‌রিষদের শেষ সভা।

সভার প্রথম অধিবেশনে শোক প্রস্তাব, বিগত এজিএমের কার্যবিবরণী ও আর্থিক প্রতিবেদন অনুমোদন হয়। পর আলোচনা সভায় ক্রীড়া সংগঠকদের মধ্যে অনেকেই বিভিন্ন সমস্যা-সীমাবদ্ধতার বিষয়গুলো তুলে ধরেন।

এ‌জিএম শেষে যাদের সংবর্ধনা দেওয়া হয়েছে তারা হলেন, অরুন চাকমা (অ্যাথঃ), শ‌র্মিলা রায় (অ্যাথঃ), বরুন বিকাশ দেওয়ান (ফুটবল) পুস্পর খীসা মি‌মো (হ‌কি) জয়া চাকমা (রেফারী), চম্পা চাকমা (ক্রিকেট), মিতুল মারমা (ফুটবল), সুর কৃঞ্চ চাকমা (ব‌ক্সিং)।

এছাড়া, জেলা ক্রীড়া সংস্থার রে‌জি‌স্ট্রেশনপ্রাপ্ত ক্লাব ও উপ‌জেলা ক্রীড়া সংস্থার মা‌ঝে ক্রীড়া সামগ্রী বিতরন করা হয়।

আরও পড়ুন