আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে রাঙামাটি রাজস্থলীর গাইন্দা ইউনিয়নের বালুমুড়া এলাকায় জেএসএস দুই পক্ষের গুলাগুলিতে তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
তবে ঘটনাস্থল রাজস্থলী থেকে ২০ কিলোমিটার দুরে দুর্গম পাহাড়ে হওয়ায় তাদের নাম জানা যায়নি।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়,আজ সোমবার (১৮ নভেম্বর) বিকাল সাড়ে ৪টার দিকে দুপক্ষের মধ্যে গুলি বিনিময় হয়। এতে ঘটনাস্থলেই ৩ জন মারা যান।
রাজস্থলী থানার ওসি মফজল আহমদ খান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,তিন জন মারা যাওয়ার খবর শুনেছি। লাশ উদ্ধারের জন্য পুলিশ ঘটনাস্থলে রওনা দিয়েছে ।
তিনি আরো বলেন, তবে তারা কোন পক্ষের এখনও জানা যায়নি।